গোসাবা: পাঠানখালীর বটতলীতে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষের ঘটনায় ধৃত দুইজনকে কোর্টে পেশ করলো পুলিশ শনিবার বিকালে
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পাঠানখালীর GPর বটতলী এলাকার জমিবাদ কে কেন্দ্র করে মোরসেলিম মোল্লার পরিবারের সাথে জসিমউদ্দিন মোল্লার পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবার বিকালে।একে অপরকে মারধোর করে বলে অভিযোগ।সেই ঘটনায় একে অপরের বিরুদ্ধে শুক্রবার রাতে অভিযোগ দায়ের করে।সেই ঘটনায় অভিযুক্ত মোরসেলিম মোল্লা ও জসিমউদ্দিন মোল্লাকে শনিবার ভোর রাতে গ্রেফতার করে গোসাবা থানার পুলিশ।ধৃতদের শনিবার বিকালে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জামিন দিয়েছেন শনিবার