গণ্ডাছড়া: গন্ডাছড়ার বিদ্যাসাগর ক্লাবের বহুমুখী সামাজিক উদ্যোগ,
আসন্ন শারদীয়া দুর্গোৎসবে মায়ের রাতুল চরণে বিল্ব পত্রাঞ্জলি প্রদান করার মনোস্কামনা করেছেন গন্ডাছড়া মহকুমার নিখিল সরকার পাড়ার বিদ্যাসাগর ক্লাব। অন্যান্য বছরের ন্যায় এবারো বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিদ্যাসাগর ক্লাবের সদস্যরা। আসন্ন মায়ের আরাধনার বিভিন্ন কর্মসূচীর অঙ্গ হিসাবে মাতৃ পক্ষের সূচনা লগ্নে মহা পুন্য তিথিতে বেশ কয়েকটি সামাজিক কর্মসূচী পালন করেন সংশ্লিষ্ট ক্লাবের কর্মকর্তা সহ সদস্যরা।