সিউড়ি ১: আতশবাজি ফাটানো নিয়ে বিশেষ সতর্কতা বার্তা দিলেন সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য
Suri 1, Birbhum | Oct 21, 2025 আতশবাজি ফাটানো ঘটনায় বিভিন্ন জায়গায় আহত হচ্ছে বিভিন্ন বাচ্চারা। আর সেই বিষয়ে বিশেষ সতর্কতা বার্তা দিলে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য। মঙ্গলবার দিন তিনি আতশবাজি ফাটানো প্রসঙ্গে একাধিক বক্তব্য দেন।