কুলপি: বেলপুকুর অঞ্চলে 219নম্বর বুথের BLO নিয়ে বিরোধের একাধিক অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করল BOL
দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত বেলপুকুর অঞ্চলে 219 নম্বর বুথের বি এল ও নিয়ে অভিযোগ তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্ত্রী তিনি সঠিকভাবে ফর্ম দিচ্ছে না তৃণমূলকে সঙ্গে নিয়ে ফরম দিচ্ছে একাধিক অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করলেন । পঞ্চায়েতের সদস্য এবং তার স্ত্রী BOL