গাজোল: পারিবারিক বিবাদের জেরে এক যুবতী কীটনাশক খেয়ে আত্মহত্যা চেষ্টা চালাই গাজোল ব্লকের একটি গ্রামের ঘটনা
Gazole, Maldah | Nov 28, 2025 পারিবারিক বিবাদের জেরে এক যুবতী কীটনাশক খেয়ে আত্মহত্যা চেষ্টা চালাই। এরপর ওই যুবতীর পরিবারের লোকজন কীটনাশক খাওয়ার ঘটনাটি জানতে পারলে। ওই যুবতীকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এরপর গাজোল স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই যুবতীকে চিকিৎসা চালায়। ঘটনাটি ঘটে এদিন শুক্রবার বিকেল চারটে নাগাদ। জানা গিয়েছে ওই যুবতীর বাড়ি গাজোল ব্লকের কোন এক গ্রামে। আনুমানিক প্রায় বয়স ১৯ বছর।