আউশগ্রাম ১: জেলেদের খেয়া জালে মাছ ধরতে দেখে আবেগঘন আউশগ্রামের বিধায়ক, শুনলেন মাছ ধরার কৌশল
যেন ছেলেবেলার স্মৃতিচারণ। জেলেদের খেয়া জালে করে মাছ ধরতে দেখে সোমবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ আউশগ্রামের পঞ্চগঙ্গায় গাড়ি থামালেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। তারপর গাড়ি থেকে নেমেই তার চোখ মাছ রাখার খারুইয়ে। বিধায়কের শরীরের ভাষায় যেন ছেলেবেলার আবেগের বহিঃপ্রকাশ পায়। বিধায়ক এদিন জেলেদের কাছে জানতে চান কি কি মাছ উঠছে জালে। তাছাড়া বিভিন্ন মাছ ধরার কৌশলও জানতে চান বিধায়ক।