লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ঘুমন্ত অবস্থায় ভারতীয় ট্রাকচালক সোনম তামাংয়ের মৃত্যু।লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ঘুমন্ত অবস্থায় এক ভারতীয় ট্রাকচালকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত চালকের নাম সোনম তামাং। তিনি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার বাসিন্দা।জানা গিয়েছে, বৃহস্পতিবার সোনম তামাং ভুটান থেকে পাথর বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করেন। পণ্য খালাসের পর রাতে নিজের ট্রাকের কেবিনেই ঘুমিয়ে পড়েন তিনি।