সিউড়ি ১: বীরভূম জেলা INSAF পার্টির পক্ষ থেকে একাধিক বিষয়কে তুলে ধরে সিউড়িতে ধিক্কার মিছিল করলো
Suri 1, Birbhum | Sep 14, 2025 রবিবার দিন সিউড়িতে ধিক্কার মিছিল করলো বীরভূম জেলা INSAF পার্টির পক্ষ থেকে। নলহাটির পাথর খাদানের ঘটনা সহ একাধিক বিষয়কে তুলে ধরে মূলত তাদের পক্ষ থেকে এদিন সিউড়ি শহরের একাধিক জায়গায় ধিক্কার মিছিল করা হয়।