মেখলিগঞ্জ: কামব্যাক বিজেপির! ভোটবাড়িতে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি যোগ দিলো বিজেপিতে
বিধানসভা ভোট আসার আগেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে মরিয়া সমস্থ রাজনৈতিক দলেই। রবিবার রাতে মেখলিগঞ্জ বিধানসভার ভোটবাড়ি 84 নং বুথে তৃণমূল কংগ্রেস এর প্রাক্তন বুথ সভাপতি মানষী রায় সহ 4 টি পরিবার দল ছেড়ে বিজেপি দলে যোগদান করলেন। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। এছাড়াও উপস্থিত ছিওএন মেখলিগঞ্জ 2 নং মন্ডলের সহ সভাপতি অজয় চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন সহ অনেকেই।