চাঁচল ২: চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান
মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হল শুক্রবার। এদিন দুপুরে তিনটা নাগাদ অল্প সময়ের মধ্যে ছোট করে অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন চাঁচলের মহকুমাশাসক শৌভিক মুখোপাধ্যায়, হাসপাতালের সুপার সুমিত তালুকদার,সহকারী সুপার ত্রিদিব মাইতি,শান্তনু কর্মকার ও আরিফ শাহ সহ প্রমুখরা। বিজয়া সম্মেলনীতে হাসপাতালের নার্স সহ উপস্থিত সমস্ত স্বাস্থ্যকর্মীদের মুখ মিষ্টি করানো হয়।