মেমারি ১: বাড়ি বাড়ি না ঘুরে ধর্মীয়স্থানের চাতালে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ মেমারিতে
মেমারিতে BLO-র বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব সিপিআইএম। যেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়ার কথা সেখানে কোথাও ধর্মীয়স্থানের চাতালে, তো কোথাও তৃণমূল পার্টি অফিসের সামনে কিংবা তৃণমূল নেতার হাতে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা এমনই অভিযোগ করল সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটি।