বিলোনিয়া: বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায় জলে ডুবে মৃত্যু ৫ বছরের শিশু
বাড়ির লোকজনের অলক্ষে পাঁচ বছরের মুক ও বধির শিশু শুভম দাস খেলতে খেলতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনা বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায় দুপুর আড়াইটা নাগাদ । শিশুটির দাদু ও দিদা জানায় প্রতিদিন শিশুটিকে বেঁধে রাখা হয় আজ তাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বাড়িতেই খেলছিল শিশুটি কিন্তু সবার চোখের আড়ালে কখন পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় তা কেউ টের পায়নি। পরবর্তী সময়ে পাশের বাড়ির লোক দেখতে পেয়ে চিৎকা