মহম্মদবাজার: ডেউচা এলাকার একাধিক মানুষজনদের SIR এর ফর্ম ফিলাপ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে
মহম্মদ বাজার ব্লক এর অন্তর্গত ডেউচা এলাকার মানুষজনদের SIR এর ফর্ম ফিলাপ করে দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। মঙ্গলবার দিন ডেউচা এলাকায় এমনটাই ছবি ধরা পড়েছে। সেখানে উপস্থিত আছেন বীরভূম জেলা বিজেপির সহ-সভাপতি কৃষ্ণকান্ত সহ বিজেপির একাধিক নেতৃত্বরা।