আজ বিজেপির রাইপুর বিধানসভার তিন নম্বর মণ্ডলের উদ্যোগে সারেঙ্গা ব্লকের গোয়ালবাড়ী গ্রাম পঞ্চায়েতের এক নম্বর শক্তি কেন্দ্রের খামানী গ্রামে পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তন জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, জেলা সম্পাদক সুধাংশু হাঁসদা এবং মণ্ডল সভাপতি চঞ্চল পাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শুরুর আগে গ্রামজুড়ে একটি মিছিলের আয়োজন করা হয়, যেখানে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।