খড়িবাড়ি: উত্তপ্ত নেপাল! পানিট্যাঙ্কিতে ভারত নেপাল সীমান্তে ব্যবসায়ীরা সংসদ রাজু বিস্তাকে স্মারকলিপি প্রদান করলো ব্যবসায়ীরা
নেপালের উত্তেজনা পরিস্থিতিতে সীমান্ত পরিদর্শন করলেন দার্জিলিং সাংসদ রাজু বিস্ত! এদিন সীমান্তে পরিদর্শন করে এসএসবি আইজির সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি সীমান্ত আগের মতো খোলার দাবিতে সাংসদকে স্মারকলিপি প্রদান করেন পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সদস্যরা। পরে এসএসবি ক্যাম্পে এসএসবি ও শুল্ক দফতরের সঙ্গে কথা বলে তিনি জানান সীমান্ত পুরোপুরি বন্ধ ছিল। নিরাপত্তার কারণে নেপালের নাগরিকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল।