ইটাহার: ৩২ গ্রাম ব্রাউন সুগার সহ ইটাহারের ঘেড়া এলাকা থেকে গ্রেপ্তার খামরুয়ার এক যুবক, ধৃতের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
৩২ গ্রাম বাউন সুগার সহ রবিবার সন্ধ্যায় ওই যুবককে ইটাহারের ঘেড়া এলাকা থেকে গ্রেপ্তার করে ইটাহারের পুলিশ। সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে ধৃতের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতের নাম সরিফুল ইসলাম। বাড়ি খামরুয়া এলাকায়। রবিবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে ঘেড়া এলাকার একটি আম বাগানে এক যুবক নিষিদ্ধ মাদক বিক্রির উদ্দেশ্যে ঘোরাঘুরি করছে। সেই সময় সাদা পোষাকে গিয়ে হাতেনাতে যুবককে গ্রেপ্তার করে ইটাহারের পুলিশ।