ফলতা: প্রাচীন রীতিনীতি মধ্যে মালা দেব সরকার জমিদার বাড়িতে নবপত্রিকার স্নানের মাধ্যমে শুরু হল মহা সপ্তমীর দেবীর আরাধনা
প্রাচীন রীতিনীতি মেনে ফলতা মালা দেব সরকার জমিদার বাড়িতে নবপত্রিকা চান এর মাধ্যমে শুরু হল মহাসপ্তমীর দেবীর আরাধনা। এদিন জমিদার বাড়ির পুকুরে নবপত্রিকা স্নান করানো হয় এই নবপত্রিকা স্থানে উপস্থিত ছিলেন জমিদার বাড়ির সদস্যরা ও পুরোহিতরা।