কৃষি দপ্তর ও প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সন্ধ্যার পর রমরমিয়ে ভাতারের বিভিন্ন মাঠে চলছে নাড়া পোড়ানো। শনিবার নটার সময় এক কৃষক জানালেন সারাদিন কাজ করার পর মাঠ থেকে বাড়ি ফেরার পরে সন্ধ্যার দিকে কিছু অসাধু ব্যক্তি এই কাজ করছে। কৃষি দপ্তর ভাতারের বিভিন্ন অঞ্চলে মাইকিং করে প্রচার করছেন নারা পোড়ানো যাবে না। আইনত অপরাধ। কিন্তু সন্ধ্যার পর ভাতারের বিভিন্ন মাঠে দাউ দাউ করে পুড়ছে নাড়া। শনিবার সন্ধ্যার পর সেই ছবি দেখা গেল ভাতারের বিভিন্ন মাঠে।