হেমতাবাদ: হেমতাবাদের কাকরশিং চন্ডী মন্ডপে ঘটা করে অষ্টমী পুজো, উপস্থিত সাংসদ
হেমতাবাদের কাকরশিং চন্ডী মন্ডপে ঘটা করে অষ্টমীর পুজো অনুষ্ঠিত হল। মঙ্গলবার দুপুরে এই পুজো দিতে এলাকায় বহু মানুষ ভিড় জমায়। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সহ অন্যরা উপস্থিত ছিলেন এই পুজোয়।