ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের নবচেতানা ক্লাবের ৩৮ তম বর্ষের কালীপুজোর থিম রাজবাড়ি
ঝাড়গ্রাম শহরের একাধিক পুজো মণ্ডপে বিভিন্ন থিমের ভাবনায় তৈরি হয়েছে মণ্ডপ ও প্রতিমা। ঝাড়গ্রাম শহরের নবচেতনা ক্লাবের ৩৮ তম বর্ষের কালীপুজোর থিম রাজবাড়ি। সোমবার দুপুরে দেখা গেল কালী পুজোকে কেন্দ্র করে চরম ব্যস্ততা উদ্যোক্তাদের মধ্যে । সোনালী রঙের কালী পূজিত হয় । পুজো কমিটির সম্পাদক জয়দীপ ঘোষ বলেন,"পুজোকে ঘিরে থাকছে চারদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বসে আঁকো প্রতিযোগিতা, গণ ভাইফোঁটা ও বৃক্ষরোপণ কর্মসূচি"।