মথুরাপুর ২: কোম্পানিরঠেক উদযাপন কমিটির জগদ্ধাত্রী পূজার শুভ বিজয়া আজ
কোম্পানিরঠেক উদযাপন কমিটির জগধাত্রী পূজার শুভ বিজয়া আজ এই বিজয়াতে, সিঁদুর খেলায় মেতেছেন উদযাপন কমিটির সদস্যরা ও এলাকার গ্রামবাসীরা পাশাপাশি এই বিজয়া উপলক্ষে ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে বলে জানা যায় আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ সোমবার রাত নটা নাগাদ আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।