নারায়ণগড়: বেকারত্ব দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বেলদা তে মিছিল ও পথসভা করলো এ আই ডি ওয়াই ও
বেকারত্ব , দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস এর প্রতিবাদে যুব সংগঠন এআইডিওয়াইওর উদ্যোগে সর্বভারতীয় প্রতিবাদ দিবসে বেলদা শহরে মিছিল ও পথসডা অনুষ্ঠিত হয়। এইদিন যুব সংগঠন এআইডিওয়াইও পক্ষ মিছিল থেকে দাবি ওঠে নরেন্দ্র মোদীর বছরে দুকোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল জবাব চাই, জবাব দাও। চাকরি পরীক্ষায় দুর্নীতি ও দলবাজি বন্ধ করে স্থায়ী ও স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ করতে হবে। এইদিন মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।