রাত পোহালেই শুরু হবে SIR, তার আগে মানুষকে সচেতন করলেন এবং অযথা ভয় না পেয়ে খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত করার লক্ষ্যে আজ অর্থাৎ সোমবার রাত আটটা নাগাদ বোদরা অঞ্চলের কাঁজদিয়া বুথে সকল বুথ কর্মীদের নিয়ে বৈঠক করলেন বোদরা অঞ্চলের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী।