হাড়োয়া: খাসবালান্দা এলাকায় তৃণমূলের নবনির্বাচিত ব্লক কমিটি ও জেলার পদাধিকারী'দের সংবর্ধনা সভার আয়োজন
মঙ্গলবার রাত আটটা নাগাদ হাড়োয়া ব্লকের খাসবালান্দা এলাকায় নবনির্বাচিত ব্লক কমিটি জেলার পদাধিকারী 'দের সংবর্ধনা জানানো হয় খাসবালান্দা অঞ্চল তৃণমূল কমিটির উদ্যোগ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত ব্লকের ও জেলার পদাধিকারী দের ফুল ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়।হাড়োয়া এক নম্বর ব্লকের নবনির্বাচিত সভাপতি শফিক আহমেদ যুব সভাপতি চন্দন দাস সহ দলের অন্যান্য পদাধিকারী দের এদিন সংবর্ধনা জানানো হয়।