ব্যারাকপুর ১: ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের বাবনপুর এলাকায় পথদুর্ঘটনা মৃত নৈহাটির বাসিন্দা ২ যুবক
নৈহাটি দিক থেকে ব্যারাকপুরে আসার সময় মোহনপুর থানার অন্তর্গত বাবনপুর এলাকায় পথদুর্ঘটনার কবলে পড়ে আহত অবস্থায় দুজনকে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় নৈহাটির বাসিন্দা রাজিব পাল ও সোমনাথ ঘোষকে। ঘটনার খবর পেয়ে মৃত দুই যুবকের পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। কোন সাথে দুর্ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে মোহনপুর থানার পুলিশ।