হাড়োয়া: গোয়ালপোতা এলাকায় 8 বছরের শিশু পুত্র গৃহবধূর নিখোঁজের অভিযোগ
হাড়োয়া ব্লকের গোয়ালপোতা এলাকা থেকে আট বছরের শিশু পুত্র সহ গৃহবধূর নিখোঁজের অভিযোগ। নিখোঁজ গৃহবধূর নাম পাপিয়া বিবি,বয়স ৩০ বছর।সোমবার রাত সাড়ে আটটা নাগাদ হাড়োয়া থানায় লিখিত অভিযোগ করেন নিখোঁজ গৃহবধূর স্বামী আশরাফ মল্লিক। অভিযোগকারী ব্যক্তির দাবি, চলতি ইংরেজি মাসের ১০ তারিখ দুপুরে কাউকে কিছু না জানিয়ে তার স্ত্রী,আট বছরের শিশু পুত্রকে সাথে নিয়ে কোথায় চলে যায়। তারপর থেকে বিভিন্ন যায়গায় খুঁজে তাকে পাওয়া যায়নি। অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে