নওদা ব্লকে পথশ্রী প্রকল্প ফোর এর শুভ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে নওদা ব্লকের কেঁদার চাঁদপুর ২নং অঞ্চলের ভিকুতলা মহিলা মাদ্রাসার নিকট জামিরুল সেখ এর বাড়ি হইতে শোলমারি দারার ধার পযর্ন্ত ঢালায় রাস্তা শুভ উদ্ধোধন করলেন, নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, সফিউজ্জামান সেখ ও নওদা ব্লক আধিকারিক দেবাশীষ সরকার মহাশয় ও পঞ্চায়েত সমিতির সভাপতি, সহিদুল ইসলাম সহ নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান, ফিরোজ সেখ ও অঞ্চল নেতৃত্বগণ।