ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মানিকপাড়া পিচ রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবিতে পথ অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠলো পথ অবরোধ
দীর্ঘ দিন ধরে গ্রামের রাস্তা বেহাল। আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি। তাই রাস্তা সংস্কারের দাবিতে ঝাড়্গ্রাম মাণিকপাড়া পিচ রাস্তার বৌ বাজার এলাকায় পথ অবরোধ শুরু করেন গ্রামের বাসিন্দারা। এদিন সোমবার সকাল থেকেই দুপুর পর্যন্ত ঝাড়্গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের বৌ বাজার এলাকায় গ্রামের মহিলারা পথ অবরোধে সামিল হয়। অভিযোগ রাস্তা সংস্কারের জন্য অঞ্চল প্রধানকে আবেদন পত্র জমা দেওয়া হলে তিনি আবেদন পত্র গ্রহণ করেনি।