হাড়োয়া: খাসবালান্দা নবীন সংঘের পূজা মন্ডপ আইফেল টাওয়ার,প্রতিমা গ্ৰীক দেবদেবীদের আদলে
মন্ডপ আকাশ ছোঁয়া আইফেল টাওয়ার,চোখ ধাঁধানো রঙিন আলোকসজ্জা এবং গ্ৰীক দেবদেবীর আদলে তৈরি প্রতিমা নজর কেড়েছে দর্শনার্থীদের।হাড়োয়া ব্লকের খাসবালান্দা নবীন সংঘের ৯০ তম বর্ষ দূর্গা পূজা মন কেড়েছে দর্শনার্থীদের। সোমবার সপ্তমির রাত দশটা নাগাদ পূজা কমিটির সম্পাদক সন্দীপন দাস জানান, তাদের এবারের বাজেট প্রায় ৫ লাখ টাকা।বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে মন্ডপের ভিতরে এবং বাইরে বিভিন্ন সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়েছে।