রংলী রংলীয়ত: মংপুতে সিঙ্কোনা প্লান্টেশনে কাজ করতে গিয়ে গাছ পড়ে মৃত্যু ১ শ্রমিকের
সিঙ্কোনা প্লান্টেশনে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম প্রকাশ থাপা, তিনি চালিশ ধুরার বাসিন্দা ছিলেন। জানা যায়, তিনি মংপুতে সিঙ্কোনা প্লান্টেশনে কাজ করতেন। বৃহস্পতিবার তিনি যখন কারখানায় কর্মরত ছিলেন সেই সময়ে আচমকাই বিশাল আকার একটি গাছ তার উপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মংপু ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দার্জিলিং হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।