রাজগঞ্জ: অবশেষে আন্দোলনের জেরে তেশিমিলার দুইনং ঘুমটিতে রাস্তার কাজ শুরু হল,খুশি এলাকাবাসী
অবশেষে আন্দোলনের জেরে সোমবার দুপুর দুটো নাগাদ মালব্লকের তেশিমিলার দুইনং ঘুমটিতে রাস্তার কাজ শুরু হল। মালবাজারের ক্যাল্টেক্স মোড় থেকে বরদিঘি পর্যন্ত ৯.২ কিমি রাস্তার কাজ হবে। রাস্তাটির পিচ উঠিয়ে নতুন করে তৈরি করা হচ্ছে।বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পুরণ হতে চলেছে আর এই খুশিতেই এলাকাবাসী ধামসা মাদলের তালে আনন্দে নেচে উঠে সকলে। উল্লেখ্য কিছুদিন আগে মন্ত্রী বুলুচিক বড়াইক তেশিমিলাতে এই রাস্তার কাজের শিলান্যাস করেছিলেন কিন্তু সময়মত সেই কাজ শুরু হয়নি।