মিরিক: পানিঘাটার দুধিয়া ব্রিজের কাছ থেকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ১
ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করলো মিরিকের পানিঘাটা আউটপোস্টের পুলিশ। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পানিঘাটা এলাকায় দুধিয়া ব্রিজের কাছে ওই যুবককে 6.9 গ্রাম ব্রাউন সুগার সহ হাতেনাতে ধরে পুলিশ। ধৃত ওই যুবকের নাম পিন্টু রায়, সে নকশালবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবক পাহাড়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তবে এর পিছনে আরো কোন বড়মাথা রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।