বলরামপুর: শ্যামনগর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ জখম এক কিশোর ও যুবক
জামশেদপুর পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কের শ্যামনগর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ জখম এক কিশোর এবং এক যুবক।জখম যুবকের নাম সুবোধ গোপ বাড়ি বলরামপুর থানার শ্যামনগর গ্রামে। জখম বাইক আরোহী কিশোরের নাম প্রদীপ সহিস বাড়ি বলরামপুরের মালতি গ্রামে।