বাসন্তী স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্ম জয়ন্তী ও জাতীয় যুব দিবস উপলক্ষে ABVP বাসন্তী নগর ইউনিটের পক্ষ থেকে সোনাখালী ভারত সেবা আশ্রমে মিশন সাহসীর অন্তর্গত আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হল। উপস্থিত ছিলেন RSS জেলা প্রচারক বুদ্ধদেব দাস, ABVP বারুইপুর জেলা সংযোজক দেবজ্যোতি গায়েন, সহ-সংযোজিকা পূর্বা হালদার এবং প্রদেশ রাষ্ট্রীয়-কলা মঞ্চ কো - কনভেনার মৃন্ময় নায়েক মহাশয়। সকাল ১১ টা।