মিরিক: মিরিকের ঘেয়াবাড়ি এলাকায় চা শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান উল্টে আহত ৬ শ্রমিক
চা শ্রমিক বোঝায় পিকআপ ভ্যান উল্টে দুর্ঘটনার শিকার চা বাগান শ্রমিকরা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মিরিকের ঘেয়াবাড়ি জঙ্গলের কাছে। জানা গিয়েছে শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ি ব্লকের ২৬ জন চা বাগান শ্রমিকদের মিরিকের ফুগুড়ি চা বাগান থেকে ফিরছিল ওই পিকআপ ভ্যানে। সেই সময় গাড়িটির ব্রেক ফেল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ।