শনিবার সকালে ও রাতে দুধরনের চিত্র দেখা গেলো মেমারি শহরে। নতুন বছরের পিকনিকের রেশ এখনও কাটেনি। আর পিকনিক মানেই মাইক, বক্সের আওয়াজ। সেটা একটা দুটো হলে ঠিক ছিলো কিন্তু এতো মাইক বক্সের দানবীয় রূপ ও চিৎকার। ঠিক তেমন শহরে মডিফায়েড সাইলেন্সার লাগানো বাইক যখন শহরে রাস্তায় কিংবা পাড়ার অলিগলিতে বিকট আওয়াজ করে যায় তখন কানে তালা লাগতে বাধ্য।