ভাতারের বলগোনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস, আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে। হঠাৎ কলকাতার আইপ্যাকের অফিসে ইডির হানা, গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়ার অভিযোগ ইডির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের। আর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা রাজ্যে বিভিন্ন ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালন হল। ভাতারের বলগোনায় সেই কর্মসূচি করলো তৃণমূল কংগ্রেস।