ডেবরা: ডেবরা বাজারে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় তৈরি হওয়া সুলভ শৌচালয়,স্নানাগার ব্যাবহার শুরু করলো এলাকাবাসী
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতায়,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু ও ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া,বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে ডেবরা বাজারে সুলভ শৌচালয় ও স্নানাগার তৈরি হয়।ডেবরা বাজারে সরকারিভাবে এই ধরনের কোন শৌচালয় ছিল না। এসব শৌচালয় ও স্নানাগার তৈরি হতে এলাকার বহু মানুষের সুবিধা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে সেই শৌচালয়ের ব্যবহার শুরু করলো এলাকাবাসী।