বর্ধমান ১: পানের দোকান থেকে টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুঁড়েকালনা থেকে ২ই যুবককে গ্রেপ্তার করলো জামালপুর পুলিশ
ধৃতদের নাম সুব্রত দাস ও প্রভাত বাউড়ি ওরফে সুভাষ কুমার বাউড়ি। জামালপুর থানারই শুঁড়েকালনার বিভিন্ন এলাকায় ধৃতদের বাড়ি। এদিন ভোরে শুঁড়েকালনা বাজার থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত থাকার কথা ধৃতরা কবুল করেছে বলে পুলিশের দাবি। শনিবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরির টাকা উদ্ধার করতে ধৃতদের পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। দু’জনের দু’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।