দুই দিবসীয় স্বামীজি আদর্শ মেলার উদ্ধোধন বাঘমুন্ডিতে মানভূম প্রতিভা জাগৃতি আখড়ার উদ্যোগে ও বাঘমুন্ডি বাসীদের সহযোগিতায় দ্বিতীয় বর্ষ স্বামীজি আদর্শ মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন হল সোমবার। ১২ এবং ১৩ই জানুয়ারি দুই দিনব্যাপী বাঘমুন্ডির ছাতাটাঁড় ময়দান প্রাঙ্গণে সারম্বরে আয়োজিত হবে স্বামীজি আদর্শ মেলা। দুই দিন ধরে প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামীজির মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে অতিথি বরণ, উদ্বোধনী সংগীত, সহস্র কন্ঠে গীতা পাঠ, হনুমান