কুলপি: অতিরিক্ত বৃষ্টি ঠাকুর শুকাচ্ছে না এমন ছবি দেখা গেল কুলপি মৌল গ্রামে, মাথায় হাত মৃৎশিল্পীদের
দফায় দফায় অতিরিক্ত বৃষ্টি আর এই বৃষ্টির ফলে দুর্গা ঠাকুর তৈরি করতে গিয়ে অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের এমনটাই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত মৌলে গ্রামে এর ফলেই সমস্যায় পড়ছে মৃৎশিল্পীরা কবে ঠাকুর কমপ্লিট দেবে, সেই নিয়ে চিন্তিত