বর্ধমান ১: দুবরাজদীঘি এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার প্রায় ৪৫টি কচ্ছপ,ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়
বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর দুবরাজদীঘি এলাকা থেকে বস্তাবন্দী কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।পুকুর পাড়ে বস্তাবন্দী অবস্থায় কচ্ছপগুলো কেউ বা কারা এনে রেখেছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা খবর দেন দপ্তরকে। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছে কচ্ছপগুলি উদ্ধার করে।বনদপ্তর সূত্রে জানা গেছে, বস্তার মধ্যে থেকে প্রায় ৪৫ টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপগুলিকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হবে জলাশয়ে।