বর্ধমান ১: ভাতারথানার অন্তর্গত নীলডাঙ্গা ও চাঁদাই এর মধ্যবর্তী রাস্তায় অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল আরোহী দুই যুবকের
ভাতার থানার অন্তর্গত নীলডাঙ্গা ও চাঁদাই এর মধ্যবর্তী রাস্তায় অজানা গাড়ি ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল আরোহী দুই যুবকের। মৃত যুবকেরা হলেন জিৎ মাহলি(২০) ও সুদীপ দাস (১৯) ভাতার থানার খুড়ুল গ্রামে তাদের বাড়ি। জানা গেছে গতকাল রাতে পাশের গ্রাম কামারপাড়া গিয়েছিল কিছু কেনাকাটি করতে। সেখান থেকেই রাতে বাড়ি ফেরার পথে নীলডাঙ্গা ও চাঁদাই এর মধ্যবর্তী রাস্তায় অজানা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর জখম হয় ওই দুই যুবক