পুরুলিয়া ১: ২৪টি দূর্গা পূজা কমিটির হাতে ১ লক্ষ ১০হাজার টাকার চেক তুলে দেয়া হলো টামনা থানা প্রাঙ্গনে,উপস্থিত সভাধিপতি, DSP(DEB)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলার টামনা থানার অন্তর্গত ২৪ টি দুর্গাপূজা কমিটি গুলির হাতে ১ লক্ষ্য ১০ হাজার টাকার চেক প্রদান করা হলো এদিন থানা প্রাঙ্গণে বিকেল চারটা নাগাদ নিবেদিতা মাহাতো ,পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মাবতী মাহাতো ,DSP DEB, এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ কুমার মাইতি তামনা থানার ভারপ্রাপ্ত তাপস কুমার মিশ্র ছাড়া অন্যান্য বিশিষ্ট জনেরা।