নারায়ণগড়: শারদীয়ার উৎসব উপলক্ষে খালিনায় তৃণমূলের উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ মহিলাদের
শারদীয়ার উৎসব উপলক্ষে তৃণমূলের উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ মহিলাদের। পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের খালিনায় বুথ তৃণমূল কংগ্রেস ও শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রতি বছর নতুন বস্ত্র বিতরণ করা হয় এলাকার মহিলাদের। সেইমতো এ বছরও তার ব্যাতিক্রম হয়নি। শুক্রবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় তিন শতাধিক মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, সুশান্ত ধল, স্বপন কুমার মাইতি, প্রধান প্রদীপ ঘোড়াই সহ অন্যান্য ।