রাতের অন্ধকারে ধানখেত থেকে গৃহবধূর রক্তাক্ত দেহ। দেহ উদ্ধার ঘিরে মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতা গ্রামে তীব্র চাঞ্চল্য।ঘটনার পর থেকেই পলাতক স্বামী। মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ ভাঙ্গার অঞ্চল সংলগ্ন ধানখেতে একটি মানুষের হাত পড়ে থাকতে দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন, রক্তে ভেজা অবস্থায় নিথর পড়ে রয়েছে এক মহিলার দেহ। পাশে পড়ে ছিল এক জোড়া জুতো এবং একটু অদূরেই আরেকজোড়া জুতো —যা রহস্য আরও গভীর করেছে।