ভরতপুর ১: জয় তৃণমূলের, কিন্তু জোটে ফাটল! ভরতপুর কো-অপারেটিভে গোষ্ঠীদ্বন্দ্বের আগুন
ভরতপুর সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি দখল করল তৃণমূল! অন্তর্দ্বন্দ্বে ফাটল তৃণমূল কংগ্রেসের। উত্তেজনা ও টানাপোড়েন মধ্যেই অবশেষে ভরতপুর সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং সোসাইটি-র নিয়ন্ত্রণ গেল তৃণমূল কংগ্রেসের হাতে। সোমবার সোসাইটির পরিচালন কমিটির নির্বাচনে শাসকদল নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নেয়। তবে এই জয় যেমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, তেমনি দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের ছবিও উন্মোচিত করেছে।