পাড়া: আনাড়া রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল আনাড়া আরপিএফ
Para, Purulia | Dec 3, 2025 আনাড়া রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল আনাড়া আরপিএফ। গতকাল বিকেলে পাড়া থানা এলাকার বাসিন্দা সাগেন হাঁসদা তার বন্ধু কে ট্রেনে তুলতে আনাড়া স্টেশনে আসে। এখানে এসে প্লাটফর্মের বেঞ্চে বসে ছিলেন তারা, পরে ট্রেন আসলে তার বন্ধুকে তুলে সে সেখান থেকে চলে যায়। এবং তার মোবাইল ফোনটি ভুলে চলে যায়। আরপিএফরা সেই মোবাইল উদ্ধার