শুধু একটা শব্দ। তারপর দুম করে বাড়ির সমস্ত লাইট অফ হয়ে যায়। কি হয়েছে দেখতে গিয়ে দেখে বারান্দার মধ্যে বিশাল হাতি দাঁড়িয়ে আছে। এরপর সকলেই বাড়ির ভিতরের সিড়ি দিয়ে ছাদে উঠে নিজেদের প্রাণ বাচালো একটি পরিবার। মঙ্গলবার রাত দশটা নাগাদ নাগরাকাটা থানার কাছে এঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য গতকাল রাতে নাগরাকাটার কৃষি ফার্মে চারটি হাতির একটি দল ঢুকে ধান খাওয়া শুরু করে।খবর পেয়ে সেই সময় খুনিয়া রেঞ্জের বনকর্মিরা সেই হাতির দলটিকে তাড়া করে।