ভাঙড় ১: বোদরা অঞ্চলের চাঁদপুর মল্লিক মাঠে তৃণমূলের জন সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি
নিলেন অঞ্চল নেতৃত্বরা
আজ অর্থাৎ সোমবার রাত ন'টা নাগাদ জনসভার অন্তিম পর্যায়ের প্রস্তুতি নিলেন বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার উপস্থিতিতে আগামীকাল চাঁদপুর মল্লিক মাঠে তৃণমূলের জন সমাবেশের আয়োজন করা হয়েছে।